আওয়ামী লীগের কৃষি ও সমবায উপ-কমিটির সদস্য হলেন ফজলুল হক

0
232


সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধিঃ

২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটি গঠিত হয়েছে। ওই কমিটিতে জায়গা করে নিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ফজলুল হক।

রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫৫ সদস্যবিশিষ্ট এই উপ-কমিটির অনুমোদন দেন।

বিশিষ্ট কৃষিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মির্জা জলিলকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীকে সদস্য সচিব করে সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে ২০১৯-২০২১ মেয়াদে কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।

ফজলুল হক এর আগেও সাবেক সদস্য বন ও পরিবেশ উপ-কমিটি, সাবেক সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটিতে ছিলেন। এছাড়াও সাবেক সহ-সভাপতি ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদ ও সাবেক সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের মনোনয়ন প্রার্থী।