অসম্প্রদায়িক সমজ গড়ে তুলা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন: তথ্য প্রতিমন্ত্রী

0
215

জাহিদ নাঈম:
জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।’ আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এ গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক হচ্ছেন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষের মুক্তিই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। পিতার এ স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বারইপটল কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ শেখ নূর মোহাম্মদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর প্রতিক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা আমান উল্লাহ আমান, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জয়, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ী মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারন সম্পাদক আশরাফুল আলম মানিক, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারন সম্পাদক ও আওনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা প্রমুখ।