সরিষাবাড়ী পৌরসভার সাফল্যের এক বছর পূর্তি অনুষ্ঠান

6
235
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বর্তমান পৌর পরিষদের সাফল্যের একবছর পূর্তি উপলক্ষে নাগরিক মতবিনিময় ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. মনির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইযুল ওয়াসিমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, ওসি (তদন্ত) আব্দুল মজিদ, এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ্, অধ্যক্ষ ছরোয়ার জাহান, আওয়ামী লীগ নেতা আব্দুল গণি, আলহাজ আবুল হোসেন, কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে নাগরিকরা পৌরসভার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। মেয়র সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।