মুক্তিপেল মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘একজন মহান পিতা

5
291


আবু তৈয়ব সুজয়ঃ সিরাজগঞ্জ প্রতিনিধি

মুক্তি পেল মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘একজন মহান পিতা’। প্রাথমিকভাবে ঢাকার বাইরে বেশ কিছু সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।

খুলনার ‘চিত্রালী’, ময়মনসিংহের ‘পূরবী’ যশোরের ‘তুলি’,বগুড়ার ‘মম ইন সিনেপ্লেক্স, ইশ্বরগঞ্জের ‘সোনালী’, নাগরপুরের ‘ফাল্গুনী’, নওগাঁর আত্রাইয়ের ‘সেভেন স্টার সিনেপ্লেক্স, টাঙ্গাইলের মধুপুরের ‘মাধবী’ এবং ফুলবাড়ীর ‘অবকাশ’ সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।

রাজধানী ঢাকার বেশ কয়েকটি সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহে চলচ্চিত্রটি মুক্তি পাবে। সেক্ষেত্রে হলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ‘একজন মহান পিতা’ চলচ্চিত্রের গবেষণা, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বরেণ্য নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন। চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার সৈয়দ রাশিদুল হাসান। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট নিবেদিত চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক শেখ শাহ আলম।

‘একজন মহান পিতা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মির্জা আফরিন, হিমেল রাজ, আলভী সরকার, শেখ শাহ আলম, শ্যামল কান্তি নাগ, সৃষ্টি মির্জা, রাশেদুল ইসলাম রাজিব, রাশেদ রেহমান, রাকিব হোসেন, সাজু আহমেদ এবং একটি বিশেষ চরিত্রে নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন।