সরিষাবাড়ী সীমান্তবর্তী এলাকায় আপন চাচীকে পেটালো ভাতিজা

0
712


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সরিষাবাড়ী সীমান্তবর্তী ধনবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচীকে পিটিয়ে গুরুত্বর আহত করেছেন ভাতিজি ও ভাতিজারা।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নে বালাশুতি গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুত্ব আহত অবস্থায় তাকে উদ্ধার সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের সুত্রে জানা যায়, বালাসুতি গ্রামের সেলিম আহমেদের স্ত্রী পারবীন বেগম (৫০)। সে শুক্রবার সকালে নিজ বাড়ীর উঠানে মাছ কাটার জন্য বসেন। এমন সময় তার নাতনির সাথে দেবর কামাল হোসেনের নাতনির সাথে খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এমন সময় পূব শত্রুতার জের ধরে কামাল হোসেন নেতৃত্বে তার ছেলে (ভাতিজা) রাসেল রানা , স্ত্রী রাশেদা বেগম ও মেয়ে (ভাতিজি) আশিকা আক্তার পারভীন বেগমের উপর হামলা চালায়। পরে তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও তলপেটে লাথি মেরে গুরুত্ব আহত করেন।

আহতের স্বামী সেলিম মিয়া জানান, কামাল হোসেন তার আপন ভাই। সে বসতবাড়ীর জমি নিয়ে অনেক আগে থেকেই আমাদের পরিবারের উপর নানা ভাবে নির্যাতন করে আসছেন। তার ছেলে রাসেল একজন মাস্তান, ছেলেকে দিয়ে ইতিপূর্বে আমাদের উপর অনেক ভাবে হামকি দামকি দিয়েছেন।

এরই জের ধরে সামন্য ছোট পোলাপানের খেলাধুলার বিষয় নিয়ে তার স্ত্রী উপর অতর্কিত হামলা করেন তার ভাতিজি-ভাতিজা রাসেল রানা। ইতিপূর্বে তার এমন ঘটনায় থানায় অভিযোগ দিলে তেমন কোন সুফল পাওয়া যায়নি। এই ঘটনায় প্রসাশনের সঠিক সহযোগীতা চান তিনি।

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ চান মিয়া মুঠোফোনে সাংবাদিকদের বলেন, এঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। যদি এমন কোন অভিযোগ পাই তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।