সরিষাবাড়ীতে অগ্নিকান্ডে কৃষকের ৭ গবাদিপশু পুড়ে ছাই

0
102
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি গরু ও দুইটি ছাগল মারা গেছে।  মঙ্গলবার (৯ এপ্রিল)  রাতে উপজেলার  আওনা ইউনিয়নের জাগনাথগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আওনা ইউপি সদস্য হোসাইন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাগনাথগঞ্জ ঘাট এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুদ ও নজরুল ইসলাম। তারা দুইভাই মিলে দীর্ঘদিন ধরে একই গোয়াল ঘরে গবাদিপশু পালন করে আসছিলেন। তারা রাতের বেলায় মশা তাড়াতে ওই গোয়ালঘরে মশার কয়েল ব্যবহার করতেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে পরিবারের লোকজন রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে দশটায় ওই কয়েল থেকে গোয়ালঘরে আগুন লেগে যায়। পরে পরিবারের লোকজনের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে  আগুন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ৭টি গবাদিপশুই মরে য়ায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে ৭টি গবাদিপশু পুড়ে মারা গেছে