ভৈরবে মানব পাচার রোধে স্থানীয়দের শক্তিশালীকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
91

ভৈরব প্রতিনিধিঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন ইপজিয়া প্রকল্পের আয়োজনে মঙ্গলবার ভৈরব উপজেলায় শিবপুর ইউনিয়ন পরিষদে মানব পাচার হ্রাসে উপজেলা কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্যদের দায়িত্ব শক্তিশালীকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মানব পাচার হ্রাসকরনের উদ্দেশ্যে উপজেলা কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্যদের কার্যকর পদক্ষেপ জোরদারের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপি এই সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপ্রতিত্ব করেন শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।

তিনি তার আলোচনায় বলেন এই সংস্থার বিভিন্ন ধরনের সমাজ সচেতনতা বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে শিশুদের অধিকার প্রতিষ্ঠত, মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।তিনি আরো বলেন-বর্তমানে মানব পাচার বেশিরভাগ বেড়েছে । তাই এ ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

কর্মশালার শুরুতে সংস্থার পক্ষে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ভৈরব মাইক্রেক্রেডিট এর ব্রাঞ্চ ম্যানেজার নাজিম সরকার উপস্থিতে সবাইকে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ও সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ওয়ার্ল্ড কনসার্ন ভৈরব উপজেলায় শিবপুর ও কালিকাপ্রসাদ ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে এবং সমাজ সচেতনতামূলক কর্মসূচী পরিচালনা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুসা মিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ভৈরব উপজেলা। তিনি তার বক্তবের মধ্যে বলেন- ওয়ার্ল্ড কনসার্ন তাদের বিভিন্ন কাজের মাধ্যমে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে শিক্ষা, শিশুদের অধিকার ও নিরাপত্তা , মানব পাচার প্রতিরোধসহ সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক উন্নয়নকল্পে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে।

তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনার আয়োজন। তিনি আরও বলেন আজকে এই আলোচনার মাধ্যমে সমাজের জন্য ক্ষতিকারক নিয়ম বন্ধে ইতিবাচক দিক নিদের্শনা আসবে।

মি: জেমস্ সানি বৈরাগী, ওয়ার্ল্ড কনসার্ন এর ইপজিয়া প্রোগ্রাম অফিসার আলোচনায় প্রতিষ্ঠান ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন-মানব পাচার ও তার কারন,পাচারের কৌশল ও পরিনতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পাওয়া পয়েন্টে উপস্থাপন করেন। তিনি আরো বলেন-মানব পাচার রোধে উপজেলা কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্যদের দায়িত্ব শক্তিশালীকরন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ব্যাপক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচী পরিচালনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।কর্মশালায় ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবি শিবপুর ইউনিয়নের চেয়ানম্যন, সচীব, মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার এনজিও কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও মসজিদের ইমাম মোট ২০ জন উপস্থিত ছিলেন।