বঙ্গবন্ধুর সহচর আব্দুল মালেকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা

0
113


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রায় ৫০ বছর দায়িত্ব পালনকারী সভাপতি, বঙ্গবন্ধুর পার্লামেন্টে নির্বাচিত ৭০’র প্রাদেশিক পরিষদ ও ৭৩’র জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধকালীন মাহেন্দ্রগঞ্জ শরণার্থী শিবিরের সভাপতি, মুজিবনগর সরকারের অর্থ কমিটি ও বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রয়াত আলহাজ আব্দুল মালেকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে মরহুমের কবরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও খতমে কোরআন শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে আলহাজ আব্দুল মালেক জামে মসজিদে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মরহুমের ছেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

বিকেলে আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধন করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন আয়ারল্যান্ডের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান বাবুল, সাবেক সিভিল সার্জন ডা. রুকসানা আজিম, আয়ারল্যান্ডের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মমতাজ পারভীন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত (পরিবার পরিকল্পনা) ডা. মাহমুদা নাসরিন ও ডা. ইফতেখারুল আজিম।