সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ৭ নভেম্বর

0
203

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনের তারিখ ৭ নভেম্বর ঘোষণা করা হয়েছে। সে মোতাবেক প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৪ নভেম্বর ও চূড়ান্ত তালিকা ৫ নভেম্বর এবং নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্থান্তর ১০ নভেম্বর। ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৯৬ জন।

উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা পর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শেনের নির্বাচনের জন্য ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সভাপতি পদে আবদুল আওয়াল, শওকত জাহিদুল ইসলাম প্রিন্স ও ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক পদে আরএম রশীদ, রুহুল আমীন ও বাবুল চৌধুরী। এছাড়া সহ-সভাপতি পদে দুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজন, সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন ও অর্থ সম্পাদক পদে ৩ জন বলে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবদুল গোফুর সূত্রে জানা গেছে।

তিনি আরো জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসছে ৭ নভেম্বর সোনামসজিদ পর্যটন মোটেলে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচনে সার্বিক পর্যবেক্ষণে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও যুগান্তরের শিবগঞ্জ প্রতিনিধি মোঃ জোবদুল হক।

LEAVE A REPLY