সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

0
204

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক গিয়াস উদ্দিন(৭০)। সোমবার সকালে কেন্দুয়া বাজারে যাওয়ার উদ্দ্যেশে তার নিজ বাড়ী থেকে সাংসারিক কাজে বের হন। একটি অটোরিক্সা নিয়ে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামে সড়কে পৌছলে দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর অটোরিক্সাকে ধাক্কা দিলে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত গিয়াস উদ্দিন পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

LEAVE A REPLY