সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে ২০২০ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও সবজি বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট শাখা উদ্যোগে এসব বিতরণ করা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাদিক পরিবারকে ৪ হাজার ৫ শত টাকা ও ৮ প্রকারের সবজি বীজ দেওয়া হয়।
বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ভাইচ চেয়ারম্যান মো আশরাফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, রেড় ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট কর্মকর্তা (U L O) কামাল উদ্দিন, জেলার যুব প্রধান সাদ্দাম হোসেন প্রমুখ।