সরিষাবাড়ীতে ফেজবুক গ্রুপ সুরে ও ছন্দের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0
251


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
সুরে ও ছন্দে মোরা গেয়ে চলি জীবনের গান, ছোট্র ছোট্র দুঃখ ভুলে ফিরে পাই প্রাণ অফুরান, দুঃখী মানুষের তরে আমাদের ক্ষুদ্র আয়োজন, আমরাও হতে চাই তাদের স্বজন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চল পিংনাতে ফেজবুক গ্রুপ সুরে ও ছন্দে এর উদ্যোগে অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র, জায়নামাজ ও খাবার বিতরন করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৩৫০টি কম্বল, ৩০ টি জায়নামাজ ও ৪শতাধিক খাবার প্যাকেট দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
নজরুল আবেদিন তরফদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশের সিআইডি কর্মকর্তা ও ফেজবুক গ্রæপ সুরে ও ছন্দে এডমিন শুব্রত শেখর ভক্ত, গ্রুপ এডমিন শিলু, সুজাত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ, গ্রুপ সদস্য তমাল মিয়া, মিন্টু তরফদার, ফিরোজ আলম,রেজাউল করিম বাবু প্রমুখ

LEAVE A REPLY