সরিষাবাড়ীতে নবনির্মিত জামে মসজিদের উদ্বোধন

0
206

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নির্মাণ কাজ শেষে নতুন জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে বায়তুল আমান জামে মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ায় নামাজের কার্যক্রম শুরু করা হয়।

মসজিদের নামাজের কার্যক্রম শুভ উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী শেখ।

মসজিদ কমিটির সভাপতি মো. আনছার আলী বলেন, মাননীয় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর (সদ্য সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এস.এম খুরশিদ উল আলমের সহযোগিতায় প্রায় ৫০ লক্ষ্য টাকার ব্যয়ে নতুন জামে মসজিদটি নির্মাণ করা হয়। আজ থেকে মসজিদের নামাজের কার্যক্রম শুরু করা হয়।

এ সময় অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মুক্তিযোদ্ধা মাসুদ উল আলম, মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক সোহেল মাষ্টার, মোজাফফর হোসেন মুকুল, গোলাম মোস্তফা মিন্টু, এস এম মঞ্জুরুল ইসলাম পনি প্রমুখ।

LEAVE A REPLY