সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, বুধবার সকালে আদ্রা আলিম মাদরাসার পশ্চিমপাশের ডোবায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানানোর পর দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করা হয়েছে। নিহতের মুখমন্ডল বিকৃত ছিলো। তার পরিচয় ও ঘটনার কারণ জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।