সরিষাবাড়ীতে কৃষকের প্রণোদনার বীজ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

0
251



সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য কৃষি অধিদপ্তরের বরাদ্দকৃত প্রণোদনার বীজ ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগীরা জানান, সরিষাবাড়ী উপজেলা চত্বরে ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের ছয়জন কৃষক রবিবার সকালে তাদের নামে বরাদ্দকৃত সরকারি প্রণোদনা (ফসলের বীজ) নিতে যান। সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় তাদের প্রত্যেকের নামে ২০ কেজি করে গম-বীজ বরাদ্দ হয়। দুপুর ১২টা দিকে ভবানীপুর গ্রামের কৃষক বাসেদ মিয়া, রমজান আলী, আনোয়ার হোসেন, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আমজাদ মিয়া কৃষি অফিসের গোডাউন থেকে তারা বরাদ্দকৃত বীজ উত্তোলন করেন। বীজ নিয়ে ভ্যানগাড়িযোগে বাড়ি ফেরার পথে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনের মসজিদের রোডে একদল স্থানীয় দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। একপর্যায়ে কৃষকরা কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্য দিবালোকে তাদের বীজগুলো ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে। এসময় স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে যায়নি।
কৃষক নাজমুল ইসলাম ও রমজান আলীসহ ভূক্তভোগরা অভিযোগ করেন, ‘বীজগুলো ভ্যান গাড়িতে তোলার পর রাস্তায় ওঠার সাথে সাথেই ছিনতাইকারীরা আমাদের গতিরোধ করে। বীজগুলো নিতে তারা প্রকাশ্য দিবালোকে আমাদের ভয়ভীতি দেখায়। প্রাণের ভয়ে আমরা ছেড়ে দেই।’
ডোয়াইল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য নার্গিস বেগম জানান, ‘ইউনিয়ন পরিষদ থেকে কৃষকদের নামের তালিকা চুড়ান্ত করে কৃষি অফিসে পাঠানো হয়েছিলো। প্রণোদনার বীজ নিয়ে তারা আসার পথেই ছিনতাইকারীরা সব বীজ নিয়ে গেছে। বিষয়টি আমি জানার সাথে সাথেউ উপজেলা কৃষি অফিসকে অবগত করেছি।
এ ব্যাপারে সিনিয়র উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘বিষয়টি শুনেই উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যেহেতু ছিনতাইয়ের ঘটনাটি অফিসের বাইরে হয়েছে, তাই আমাদের করণীয় কিছু নেই। তবে পরবর্তীতের তাদের প্রণোদনা অগ্রাধিকার দেওয়া হবে।’

LEAVE A REPLY