সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জিতেন চন্দ্র নামে এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামের জিতেন চন্দ্র (৪২)গ্রাম পুলিশের একজন সদস্য। সে দীর্ঘদিন ধরে পিংনা ইউনিয়নের গ্রাম পুলিশের চাকরী করে আসছিল। কিছু দিন ধরে রহস্য জনক কারনে হতাশায় ভুগছিলেন। রোববার সন্ধ্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে জিতেন চন্দ্র। হঠাৎ মধ্যরাতে সে তার বসতঘরের বিছানায় নেই দেখতে পায় তার স্ত্রী অঞ্জলী চন্দ্র। পরে রাতভর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে ভোর সকালে বাড়ীর পিছনের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিতেন চন্দ্র নামে এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে।