সরিষাবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রশাসনের নগদ অর্থ সহায়তা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকান্ডে দোকানসহ মালামাল পুড়ে যাওয়া ৩ মুদির দোকানিকে নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রসাশন। আজ রবিবার বিকালে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শ করে ক্ষতিগ্রস্ত ৩ দোকানিকে নগদ অর্থ সহায়তা দেন।
জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ধাসেরবাড়ী রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মুদি দোকানদার রফিকুল ইসলাম, আমজাদ হোসেন ও মো.আব্দুল্লাহর নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে আসে। তারা ১ ঘণ্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র ষ্টেশন অফিসার মিজানুর রহমান।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার আমজাদ হোসেন কালের কন্ঠকে জানান, মোড়ের আব্দুল্লাহর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে একে একে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কৃষি ব্যাংক থেকে ২ লক্ষ্য টাকা লোন দিয়ে দোকানে মালামাল তুলেছিলাম অগ্নিকান্ডে প্রায় সব নষ্ট হয়ে গেছে। ব্যাংকের টাকা কি ভাবে পরিশোধ করবো কোন উপায় খোজে পাচ্ছিনা।