অধীর রাজবংশী, শ্রীনগর থেকে
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার ডায়াগনিষ্টিক সেন্টার এন্ড মর্ডান হাসপাতাল লিঃ এর উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার ষোলঘর বাসষ্ট্যান্ড সংলগ্ন ইয়াসমিন দেলোয়ার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড মর্ডাণ হাসপাতাল লিঃ এর পরিচালক রবিন মিয়ার সার্বিক সহযোগীতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প চলাকালীন সময়ে ডায়াবেটিস রোগীদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ সৈয়দা জামিলা হোসেন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ জেনারেল,ল্যাপারোস্কপিক ও হেপাটোবিলিয়ারী সার্জন ডাঃ দেবাশীষ বর এর তত্তাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়।