মোঃ শাহিনুল ইসলাম’র কবিতা।

0
190

পূর্বের পূর্বাভাস

 

 

পূর্বের পূর্বাভাস, ছলনাময়ী অশ্লীল প্রশ্ন!
উত্তরের জানালায় উত্তেজিত হাওয়া!
পশ্চিমা হায়েনার বিষদাঁতে কোলাহল, মৃত্যুর বন্ধন, তাজা রক্তের ঘ্রাণ!
প্রকৃতির পার্লামেন্টে চরিত্রহীন ঘোড়া, অসম্ভব সুন্দর!
ভদ্র সমাজে অশ্লীলতার উক্তি, শব্দের গতরে পরিচয়!
কত সুমধুর কণ্ঠস্বর, ভেজালমুক্ত ভাষা, প্রিয়জনের!
চাঁদ হারায় চাঁদ আসে — সূর্য নিত্যদিন, দিনরাত্রির দেহখন্ডে, মুখোশের পরিচয় বর্ণবিহীন!
মিথ্যার সীমান্ত পেরিয়ে সত্যকে করবো প্রকাশ,
পঙ্গু সময় পূর্ণতা পেলে বলবো একদিন ঠিক ঠিক …

LEAVE A REPLY