বারান্দা ভর্তি যে আকাশ আমার,
সে আমার ইচ্ছাবিরুদ্ধ স্বাধীনতা।
ডানাভাঙা সামর্থ্য গুলো
প্ররোচিত প্রলম্বিত করে।
স্বপ্নভঙ্গ হয় বারংবার!
তবুও অযাচিত সাধ্যহীন সাধ আমার ওড়ার!
সারাক্ষণ পাখিমন। উড়াল উড়াল ঢেউ।
কেন গণতন্ত্রহীন পালকবিহীন স্বচ্ছলতা আমার।
কে বলল-ডানা ছিলনা মানুষের!
ডানাওয়ালারাই হত্যা করে মানবিকতা!মানুষ।
পথ হেঁটে হেঁটে যে হেলান দেয়া শহর,
তার চাতাল খুঁড়েই পৃথিবী বানাবো!
ছাদ তুলে দিবো আকাশ।
এক চিলতে মেঘ হয়েই উড়তে চাই।
প্রতিজ্ঞা প্রতীক্ষা উড়বোই।
মানুষ তো উড়েই।
নাহয় ফুরে গেলেই উড়বো…..