রাঙামাটি প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ-২০২১) উদযাপন উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ-প্রধান কার্যালয়, রাঙামাটি উদ্যোগে স্বাস্থ্য বিভাগ রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং হিল ফ্লাওয়ার, বিজন সরণী, রাঙ্গামাটি এর সহযোগিতায় ১০,০০০ লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে।
এই কার্যক্রমের পরিকল্পনার অংশ হিসেবে ২য় পর্যায়ে বিগত ২৩ জানুয়ারি ২০২১ থেকে ২৫ জানুয়ারি ২০২১ পর্যন্ত তিনদিন ব্যাপী কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের অধীন দেবতাছড়ির সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়, লোটাস শিশু সদন, কুকিমারা পাড়া এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে মোট ৭৪৬ জন লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
স্থানীয় শিশু, নারী ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজের নিজের রক্তের গ্রুপ জেনে নেয়ার এই কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।
সৌখিন চাকমা, সদস্য, আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি পার্র্বত্য জেলা এবং প্রীতি রঞ্জন তনচংগ্যা, প্রকল্প সমন্বয়ক, আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য ও আমাদের ভবিষ্যৎ প্রকল্প, হিল ফ্লাওয়ার, রাঙ্গামাটি পার্বত্য জেলা তত্ত্বাবধানে আঞ্চলিক পরিষদ ও হিল ফ্লাওয়ারের ১৫ সদস্যের সহযোগী দল উক্ত কার্যক্রমে অংশগ্রহন করে।
স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল এসিস্ট্যান্ট তাপস বণিক অত্যন্ত মনযোগ সহকারে দক্ষতার সাথে রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং লোটাস শিশু সদন এর শিক্ষক মিজ ওয়েনু মারমা তাকে সার্বক্ষণিক সহায়তা করেন।
উল্লেখ্য যে, স্থানীয় প্রথাগত নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্টবর্গ ১০,০০০ লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার উদ্যোগকে স্বাগত জানিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাংগামাটি স্বাস্থ্য বিভাগ এবং হিল ফ্লাওয়ার সংস্থার গৃহীত কার্যক্রমের সফলতা কামনা করেন।