মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মজিদ চেয়ারম্যানের ১৪তম মৃত্যু বার্ষিক পালিত

0
249


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চেয়ারম্যানের ১৪ তম মৃত্যু বার্ষিক নানা আয়োজনে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রয়াত আব্দুল মজিদ চেয়ারম্যানের বাড়ীতে স্বরণ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এর আগে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে দলীয় নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চেয়ারম্যানের বিভিন্ন দিক স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহাজাদা, যুগ্ম সম্পাদক এম এ গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, প্রয়াত মজিদ চেয়ারম্যানের ছেলে সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, জহুরুল ইসলাম মানিক প্রমুখ।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা বাবলু মিয়া।

বাংলাদেশ আওয়ামীলীগ, সরিষাবাড়ী উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত জননেতা আব্দুল মজিদ চেয়ারম্যান এর ১৪তম মৃত্যুবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধা এডঃ মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞলী ও স্মরণ সভায় অংশগ্রহণ।

LEAVE A REPLY