মাহবুবা করিম এর কবিতা|| একচেটিয়া ||

0
184

দর্শক সারিতে পুরুষ – নিজেদের চিবিয়ে খাচ্ছে যে যার মতো

এইসব গপ্পো হোক।
জরায়ু নেই —স্তন দু’টো কেটে –নারীরূপ যুদ্ধশেষের মাঠ;
মরা গাছ,
শুটকি মাছ,
অযুত -নিযুত সাদা পরী পালা করে সার্কাসের দড়ির উপর ডিগবাজি খাচ্ছে, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি ;

ক্লাইম্যাক্স
ক্লাইম্যাক্স
শোরগোল
শোরগোল
হাততালি
হাততালি
পুরুষ হাই তুলছে || অপুষ্ট রাবণ ||
ঘুমুঘুমু ঢুলুঢুলু —অনিশেষ শীতকাল পেরুচ্ছে, শালা ঘুমুচ্ছে ঝিমুচ্ছে রেফারি। শালা ঘুমো। ঘুমো শালা;

মায়ের ভোগে ঘুমো।
আজ লক্ষ-কোটি বালিকা অজগরের মত পেঁচিয়ে ফিনফিনে শাড়িতে অাধখোলা শরীর নির্ভয়ে তুলে দিচ্ছে— জয়নুলের ক্যানভাসে, বলছে —
আঁকুন—
প্রজাপতি
পাখি
কাছিম
চিতার আকৃতি
শঙ্খচিল
পাতিহাস
মাংসের পিণ্ড ঝেরে ফেলা অপ্সরাও — নারী, আঁকুন ||

কেবলই মানুষ, আঁকুন। যে কোন পোশাকেই হায়নার আক্রমন নেই আর— এই সব গপ্পো হোক -জরায়ু কেটে নালায় ফেলার ;

LEAVE A REPLY