মাস্ক না পরায় রামগড়ে ৪৮ জনকে জরিমানা

0
229

রামগড় প্রতিনিধি: 

মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে খাগড়াছড়ির রামগড় ৪৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ২৮ জন ও আজ বুধবার ২০ জনকে ৫০ ও ১০০ টাকা হারে জরিমানা করা হয়।

উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্যাহ মারুফ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কান্তি রুদ্র পৃথক ভাবে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কান্তি রুদ্র জানান, করোনায় স্বাস্থ্য লংঘন করলে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে। তিনি মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

LEAVE A REPLY