মানিকগঞ্জে হাসপাতালের ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

0
225

সুরুয খান, নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ 

মানিকগঞ্জে হাসপাতালে একটি ভবন থেকে পড়ে আনুমানিক ১৪ বছরের অজ্ঞাত নামা এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে।
অজ্ঞাত ওই শিশুর পরনে আকাশী রংঙের পাজ্ঞাবী ও সালোয়ার ছিল।

স্থানীয় ও রোগীরা জানান, গত কয়েকদিন ধরে হাসপাতালে আশপাশে ঘুরাঘুড়ি করতে দেখা গেছে ওই শিশুকে। হাসপাতালের পাশের মসজিদে নামাজ পড়ত ও মসজিদের বারান্দায় সময় কাটাতো। বুধবার দিনে ও সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে হাসপাতালের ৬ তলা ভবনের শিশু ওয়ার্ডের উত্তর পাশের বারান্দার রেলিংয়ে তাকে ঘুরতে দেখা গেছে। পরে পৌনে ৬টার দিকে হাসপাতালের নিচে একটা শব্দ হলে আশপাশের লোকজন ও রোগীর স্বজনরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আরশাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই শিশুর পরিচয় পাওয়া যায় নি। তার মৃতদেহ জরুরী বিভাগে রাখা হয়েছে। ঘটনার পর পুলিশকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY