ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

0
212


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
কুষ্টিয়ায় শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। গতকাল বুধবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-তারাকান্দি-দিগপাইত প্রধান সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (দায়িত্বপ্রাপ্ত) সুজাত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, লুৎফর রহমান লুলু, এমএ লতিফ, তাইফুল ইসলাম, আব্দুল হামিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হজুরুল ইসলাম মানিক প্রমুখ।
বক্তরা বলেন. কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। যারা জাতির জনকের ভাস্কর্য ভাংচুর করেছে তারা উগ্রবাদী। তারা স্বাধীনতা বিরোধী জামাত- বিএনপির দোসর। ঐ উগ্রবাদী গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতারিত করতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদের এ দেশে থাকার যোগ্যতা নেই বলে বক্তারা বলেন।

LEAVE A REPLY