প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করলেন মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়

0
297


আবু তৈয়ব সুজয়ঃ সিরাজগঞ্জ থেকে

৩রা ডিসেম্বর প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ বিকেল ৩ ঘটিকায় প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন কাজিপুর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

শুক্রবার বিকেল ৩ ঘটিকায় কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান মান্নান, প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদুল ইসলাম বাবু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় তিনি বলেন আমাদের এই কাজিপুরে যে এতো অটিস্টিক ভাই বোন আছে আমি কখনও ভাবিনি, বর্তমান সরকার এই সব ছেলে মেয়েদের বিশেষ ভাবে যত্ন নেওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছেন, প্রধানমন্ত্রীর সুযোগ্যা কন্যা জনাবা সায়মা ওয়াজেদ পুতুল তিনি নিজে এই প্রতিবন্ধীদের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন , ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যেন আমার এই প্রতিবন্ধী ভাই ও বোন গুলো সঠিক বিকাশ লাভ করতে পারেন।
অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ প্রমুখ।

LEAVE A REPLY