মেহেদী হাসান খান, নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ২নং পোগলদিঘা ইউনিয়ন বাসির ভালোবাসা নিয়ে, আগামী নির্বাচনকে সামনে রেখে, চেয়ারম্যান পদপ্রার্থী সাধারণ মানুষের সুখ- দুঃখের সাথী, পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের সুযোগ্য উত্তরসূরী এম. এ জলিল রতন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পোগলদিঘা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোবিন্দনগর গ্রামের আওয়ামী লীগের নেতা কর্মী ও সাধারন জনগনের সাথে এ মত বিনিময় করেন তিনি।
এ সময় এম এ জলিল রতন বলেন, আমাকে যদি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেয় তাহলে নিজ এলাকা পোগলদিঘা ইউনিয়ন বাসির ভালোবাসা নিয়ে কাজ করে যাব। মানুষের সুখ-দুঃখে, সবসময় পাশে থেকে সেবা করে যাবো। মানুষের ভালোবাসা পেয়েছি । আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চাই। শেখ হাসিনা সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়ন করে যাচ্ছেন তাই তার ধারাবাহিকতায় আমি পোগলদিঘা ইউনিয়ন কে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, এটাই মুক্তিযোদ্ধার একজন সন্তান হিসেবে আমার প্রত্যাশা ও প্রতিজ্ঞা।
সম্পাদনাঃ মোস্তাক আহমেদ মনির
বার্তা সম্পাদক, ডেইলি নিউ সান