হাসান মামুন, ষ্টাফ রিপোর্টার:
পিরোজপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষ্যে পিরোজপুর সদর থানা প্রাঙ্গনে রবিবার বিকালে অনুষ্ঠানের শুরুতেই ৭ মার্চ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কেক কাটা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী আনন্দ উদযাপনের অংশ হিসেবে পিরোজপুর জেলা পুলিশ জেলাব্যাপী আনন্দ উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেসকাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পৌর কাউন্সিলর সাদাউল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল হক টিটু প্রমুখ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।