মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কর্মচারীবৃন্দ সচিবালয় ও অন্যান্য দপ্তরের সমপদধারীদের ন্যায় পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবীতে কেন্দ্রিয় কমিটির নিদের্শনা অনুযায়ী কুমিল্লার দেবিদ্বারে কর্মবিরতি পালিত হয়েছে।
রোববার সকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মচারীবৃন্দ দিন ব্যাপী এই কর্মবিরতি পালন করেন। এসময় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসের সাটিফিকেট সহকারী,মোঃ জালাল উদ্দিন, অফিস সহকারী মোঃ সফিকুল ইসলাম, সাঁট মুদ্রাক্ষরিক মোঃ কাউছার আলম, উপজেলা ভূমি অফিস সহকারী রাহেলা সুলতানা, সার্টিফিকেট পেশকার মোঃ জাহেদুল ইসলাম, সার্টিফিকেট সহকারী চন্দন চক্রবর্তী সহ আরো অনেকে।
কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মচারী সমিতি কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেনীর কর্মচারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) তৃতীয় শ্রেনীর কর্মচারীদের সচিবালয় ও অন্যান্য দপ্তরের সমপদধারীদের ন্যায় পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। এ দাবি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়া সত্বেও এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় এ সংগঠনের কেন্দ্রিয় কমিটি কর্তৃক ঘোষিত সারা দেশব্যাপী এই কর্মসূচির পালন করা হচ্ছে। তারই অংশ হিসাবে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা শাখা এ কর্মসূচি পালন করা হয়।
নেতৃবৃন্দ জানান, আজ ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২০ সারাদিন পর্যন্ত অফিস চত্বরে কর্মবিরতি পালন করবে। উক্ত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।