মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহীনগর গ্রামে দেশী প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রামের প্রশিক্ষিত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে বারাহীনগর নুরানী মাদ্রাসা মিলনায়তনে ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুররাজ্জাকের সভাপতিত্বে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান কণক, ফিরোজ আলম, ওহিদুর রহমান স্বপ্নন, নুর হোসেন, আব্দুল মন্নান, রেজাউল পারভেজ, আবু আব্দুল্লাহ বীন মামুন (শাকিল), মাহাবুব, সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বারাহীনগর দেশী-প্রবাসী ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে বক্তারা বলেন,করনাকালীন সময় থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে ০৭ (সাত) লক্ষ টাকার ত্রাণ বিতরণসহ দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা, অসহায়দের চিকিৎসা ও বসতঘর নির্মাণে আর্থিক সহযোগিতা করে আসছি। বক্তারা বলেন, আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার মাধ্যমে আমরা বাংলাদেশের দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র অংশিদার হতে চাই।
অনুষ্ঠানে গ্রামের প্রশিক্ষিত ১৫জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।