নিলয় গোস্বামীর ম্যাক্সিম সিরিজ।

0
92

ম্যাক্সিম সিরিজ

 

১.কাঁঠাল

উসুলের উৎকৃষ্ট উদাহরণ। পাতা থেকে ভোতা পর্যন্ত কাজে লাগে।নিঃশেষই মুক্তি।

২.কবি

পরিচিত আর প্রকৃত দুই শ্রেণীর। কেউ কেউ প্রকৃত আর পরিচিত এক সাথেও হয়ে যান।

৩.পদ্ম

পায়ের তলে মাটি নেই,অথচ অবস্থান ও সৌন্দর্য নিয়ে ফুটানি থাকে।

৪.সুঁই

ছিদ্রান্বেষণে সুঁই যে বড় দক্ষ,
সমুদ্রই একমাত্র বিষাদের সমকক্ষ।

৫.বাতি

বাতি জ্বলতে জ্বলতেই মরে যায়
আঁধার দেখার সাধ পরিপূর্ণ হয় মৃত্যুতে।

৬.মৃত্যু

মানুষ প্রতি মুহূর্তে বাঁচার চেষ্টার কাছে
মৃত্যুবরণ করে, আর মৃত্যু বেঁচে থাকে ভয়ে।

৭.স্বপ্ন

কোনো কিছু হতেই পুঁজি লাগেনা।
চোখ খুললেই যত আফসোস।
কেউ বিশ্বসুন্দরিকে হারায় আর কেউ হারায়
ভূমি।

৮.ধৈর্য

নিজের প্রতিক্রিয়াকে নিষ্ফল বিক্রিয়াতে রুপান্তরের আরেক নাম।
মেরুদণ্ড হয় কলাগাছ আর মস্তিস্ক গনিমতের মাল।

৯.রোদ

পাহাড়ের ছাদেই যার ইতি। বৃষ্টির সাথে এখানেই তার ফারাক, দুর্গতি।

১০.আঙুল

সভ্যতার কালোত্তীর্ণ ফসল।নির্দেশের শক্তিশালী অবলম্বন, বিবাদের উৎকৃষ্ট হাতিয়ার।

 

LEAVE A REPLY