নদীর তলা থেকে পাওয়া গেল ১১৪ কেজির মূর্তি

0
225

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ১৪৪ কেজি ওজনের কালো পাথরের একটি মূর্তি।

মুর্তিটি পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেন।

এম এম আশিক রেজা বলেন, পাঁচবিবি উপজেলা এলাকায় তুলসীগঙ্গা নদীতে খননকাজ চলার সময় সকাল ৯টার দিকে তুলসীগঙ্গা নদীর পাথরঘাটা এলাকায় খননকাজ করার সময় নদীর তলদেশে একটি মূর্তি পাওয়া যায়।

তিনি আরো বলেন, আটাপুর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা বিষয়টি প্রশাসনকে জানান। ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি প্রশাসনের অধীনে নেওয়া হয়। কালো পাথরের মূর্তিটির ওজন ১১৪ কেজি।

পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, মূর্তিটি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে পাথরঘাটা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে আরও দুটি কালো পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল। ওই দুটি মূর্তিও ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়।

পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টেডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, পাঁচবিবির পাথরঘাটা সংরক্ষিত প্রত্নতত্ত্ব এলাকা। সংরক্ষিত এলাকার বাইরে নদী খনন করার সময় মূল্যবান পুরাকীর্তির মূর্তি পাওয়া যাচ্ছে।

জয়পুরহাটের জেলা প্রশাসক বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়কে মূর্তি পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। ওই এলাকা খনন করা যায় কি না, তা সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।

LEAVE A REPLY