দাউদকান্দি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন

0
302

লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দাউদকান্দি পৌরসভার মেয়র পদে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন।

বুধবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী বোর্ডের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের তপশিল ঘোষণা করলে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ৬ জন প্রার্থী ফরম গ্রহণ করেন।

উল্লেখ্য, কুমিল্লার দাউদকান্দি পৌর নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে সারা দেশে চতুর্থ ধাপে ৫৬ টি পৌর সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৭ জানুয়ারী মনোনয়ন দাখিলের শেষ তারিখ , মনোনয়ন পত্র বাছাই ১৯ জানুয়ারী, মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ জানুয়ারী এবং প্রতীক বরাদ্ধ ২৭ জানুয়ারী।

আগামী ১৪ ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন জানান, ৫৬ টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএমের মাধ্যমে আর ২৫টিতে ব্যালট পেপারে মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY