লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা:
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) বৃহস্পতিবার সকালে দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করেছেন ।
বৃহস্পতিবার সকালে দাউদকান্দি মডেল থানায় পৌছলে অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মো: হারুন অর রশিদ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম তাকে ফুল দিয়ে উষ্ণ অর্ভ্যথনা জানান।
পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এসময় কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার ( উত্তর) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিকে দাউদকান্দি উপজেলা পরিষদ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ডিআইজি মো: আনোয়ার হোসেনকে বিপিএম (বার) পিপিএম (বার) ফুলেল জানান।