লিটন সরকার বাদল:
দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের সুন্দুলপুর বাজারে মঙ্গলবার বিকালে অটোরিকশা ছিনতাইয়ের সময় জনসাধারণের সহযোগিতায় মডেল থানার পুলিশ প্রাইভেটকারসহ চার ছিনতাইকারী কে গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকার জনগণের সহযোগিতায় আলমগীর ভূইয়া নামের একজন অটোরিকশা চালকের অটোরিকশা ছিনতাইয়ের সময় ১। মোঃ বাবুল , ২। ওসমান, ৩। মিজান, ৪। ফাহিম কে গ্রেফতার করে।
পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো খ- ১১- ৬৯৪৬ একটি প্রাইভেটকার, একটি মাছ মার্কা চাকু ও ৫২০ টাকা উদ্ধার করে। পুলিশ জানান, দীর্ঘদিন যাবত এই ছিনতাইকারী দল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্হানে প্রাইভেটকারে যাত্রী নিয়ে ছিনতাই করে থাকে।
গ্রেফতারকৃতরা হলেন,১। নরসিংদী জেলার মনোহরদী থানার সাভারদিয়া গ্রামের মোতাহার আলীর পুত্র মোঃ বাবুল (৪৯), ২। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মৌলভী বাহারা গ্রামের মৃত আফছারের পুত্র মোঃ ওসমান মিয়া (২৮), ৩। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর গ্রামের মৃত আঃ মালেকের পুত্র মোঃ মিজান (৩৫), ৪। রংপুর জেলার হারাগাছ থানার নীলকুটিরপাড়া গ্রামের লুৎফর রহমানের পুত্র মোঃ ফাহিম (১৯)।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের পর আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়।