দাউদকান্দিতে পৌরসভা নির্বাচনে সরব স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা

0
232

লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা:

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে জনসমর্থন আদায়ের লক্ষে পৌরসভার বাজার ও ৬ নং ওয়ার্ডের দোনারচর গ্রামে করোনায় সচেতনতা লিফলেট বিতরণ করে, দোয়া চাইলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা।

১৩ জানুয়ারি বুধবার সকাল, থেকে বিকাল পর্যন্ত বিরতিহীনভাবে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে কথা হলে তিনি বলেন, দাউদকান্দি পৌরসভার মধ্যে আমি প্রথম দোনারচর গণসংযোগ করি কিন্তু আমার কাছে এ ওয়ার্ডের বেহাল অবস্থা দেখে মনে হলো দাউদকান্দি পৌরসভার মধ্য ৬ নং ওয়ার্ডটি সব চেয়ে অবহেলিত একটি ওয়ার্ড।

তিনি আরো বলেন,অপরিকল্পিতভাবে দালান বা বাড়িঘর নির্মাণের কারণে আজ রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের কোনো দৃশ্যায়ন হয় নি।

মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা বলেন, আমি যদি পৌরবাসির গণরায়ে মেয়র নির্বাচিত হতে পারি তাহলে পরিকল্পিতভাবে নগরোন্নয়নে কাজ করে যাবো। এবং পাশাপাশি জনপ্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবো।”

এ সময় সাথে ছিলেন মোহাম্মদ নাছির, মোহাম্মদ মহসিন সরকার, আশা সরকার, মোহাম্মদ হোসেন, মো.রানা সরকার , মো.শমশের, মো. মোশাররফ , সোলায়মানসহ আরও অনেক।

LEAVE A REPLY