তাড়াইলে আবারো  ৩ জুয়াড়ী গ্রেপ্তার

0
208

মো. সুমন মিয়া, তাড়াইল (কিশোরগঞ্জ) থেকে

কিশোরগঞ্জের তাড়াইলে বিশেষ অভিযান চালিয়ে আবারো ৩ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে তাড়াইল থানার পুলিশ ।

জানা গেছে, ১৪ নভেম্বর শনিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে  তাড়াইল থানার এ এস আই ফজলুল হক  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে  উপজেলার দামিহা ইউনিয়নের সেচুয়াকান্দি বাজার সংলগ্ন হান্নাছ মিয়ার বাড়ির সামন থেকে ৩জন জুয়ারীকে জুয়াখেলার সামগ্রীসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা চকপাড়া গ্রামের আবুল কাশেম আকন্দের ছেলে মো.আলম মিয়া(৪০), মৃত খুরশেদ মিয়ার ছেলে তারু মিয়া (৩২),কাজলা সেচুয়াকান্দি গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো.হাফিজ মিয়া(৩৫)।

তাড়াইল থানার এ এস আই ফজলুল হক বলেন, উপরের নির্দেশ মোতাবেক জুয়ার বিরুদ্ধে তাড়াইল থানা পুলিশি অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার পর আজ রবিবার সকালে তাদেরকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY