
ঘাটাইল প্রতিনিধি:
টাঙাইল জেলার ঘাটাইল উপজেলায় শনিবার, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশে এর (বিবিসি-২) প্রজেক্টের উদ্যোগে দিঘলকান্দি ইউনিয়নের সাধুটি নজীব উদ্দীন উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের সুশীল সমাজের নেত্রীবৃন্দ, স্থানীয় প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাধুটি নজীব উদ্দীন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো:রফিকূল ইসলাম। বিশেষ অতিথী দিঘলকান্দি ইউনিয়নের মেম্বর মো: ওয়াজেদ আলী।
বক্তব্যে প্রধান অতিথি বলেন- বর্তমানে বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি হয়ে দাড়িয়েছে । বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের সকল স্তরের জনগনের অঙশগ্রহন নিশ্চিত জরুরী। জন্ম নিবন্ধন সঠিক ভাবে অনুসরন করলে বাল্য বিবাহে হার হ্রাস করা সম্ভব হবে। বিশেষ অতিথি মো: মো: ওয়াজেদ আলী তার বক্তব্যে বাল্য বিবাহ বন্ধে সরকার, এনজিও, স্থানীয় প্রশাসন, ধর্মীয় ও সামাজের নেত্রীবৃন্দের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তাই বাল্য বিবাহ বন্ধে দরকার গন সচেতনতা সৃষ্টি।
আরও কথা বলেন- সহকারী শিক্ষক, মি:নিবারন চন্দ্র দাশ। এছাড়া বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব ও করনীয় বিষয়ে আলোচনা করেন-মি: জেমস্ সানি বৈরাগী প্রোগ্রাম, অফিসার বিবিসি প্রজেক্ট ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ , ঘাটাইল, টাঙ্গাইল। এছাড়া উপস্থিত ছিলেন, শিক্ষকমন্ডলী, স্থানীয় নেত্রীবৃন্দ ,ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কর্মী-কর্মকর্তা ও অন্যানগন্য মান্য ব্যক্তিবর্গ।