জাতির পিতার সমাধি সৌধে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান’র শ্রদ্ধা নিবেদন

0
234

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের শান্তি কামনা কওে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শণ বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম কবির, জিএম (প্রশাসন) মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY