গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্রণী ব্যাংক ইউনিটের কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক মো. আশফাক নেতৃত্বে নেতৃবৃন্দ শনিবার দুপুরে বঙ্গবন্ধু’র সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে নিহত সকল শহিদদের মাগফিরাত কামনায় পবিত্র ফাতিহা পাঠ, বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অগ্রণী ব্যাংক ইউনিটের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আরিফ, টাঙ্গাল অঞ্চলের সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক আশরাফুরজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।