চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন কাটা পাহাড় লেইনে নেশা করে ১৪ বছরের এক শিশুকে গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগে মোঃ হেলাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ভিকটিম শিশুর নাম মোঃ রায়হান (১৪)। হত্যার চেষ্টাকারী গ্রেপ্তার হওয়া মোঃ হেলাল (৩২) তার সহপাটি বলে পুলিশ জানায়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, শিশু মোঃ রায়হান ও আসামী মোঃ হেলাল দুজন পূর্ব পরিচিত এবং একসাথে চলাফেরা করে ও সলিউশন গাম খেয়ে নেশা করে। দুজনেই ভাসমান। আজ সকালে তারা দুইজন সলিউশন গাম খাওয়ার জন্য কোতোয়ালী থানাধীন নন্দনকানন কাটা পাহাড়ের উপরে উঠে। গাম খাওয়ার পরে নেশাগ্রস্থ অবস্থায় ভিকটিম আসামীর নিকট হতে ধার নেয়া ১০০/- টাকা ফেরত দেয়ার বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারিতে লিপ্ত হয়। একপর্যায়ে আসামী তার নিকট থাকা ধারালো ব্লেড দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের গলায় আঘাত করলে কাটা রক্তাক্ত জখম হয়।
তিনি আরো বলেন, আঘাতের পর আসামী পালিয়ে যায় এবং ভিকটিম রক্তাক্ত অবস্থায় পাহাড় হতে গড়িয়ে রাস্তায় পড়ে। খবর পেয়ে আমাদের ফোর্স শিশুকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করান। পরবর্তীতে এনায়েত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করে এবং আসামীর হেফাজত হতে গলাকাটার কাজে ব্যবহৃত রক্তাক্ত ব্লেড এবং নেশা করার জন্য ব্যবহৃত সলিউশন গামসহ কৌটা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।