চট্টগ্রামে আড়াই কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবার চালান জব্দ

0
224


চট্টগ্রাম অফিস

কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় লম্বাবিল মক্কা রাইস মিলের সামনে অভিযান চালিয়ে এই ইয়াবার চালান জব্দ করা হয়।
এসময় মোঃ শাহিন (৩৮), পিতা- মকবুল আহমদ, সাং- নয়াপাড়া টেকনাফকে আটক করা হয়।
আজ শুক্রবার বিকেলে র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় লম্বাবিল মক্কা রাইস মিলের সামনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত খবরের ভিক্তিতে র‌্যাব-৭ এর একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মাদক ব্যবসায়ী মোঃ শাহিনকে আটক করে তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতরে বিশেষ কায়দায় রাখা ৪৯,২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কেটি ৪৬ লক্ষ টাকা।

LEAVE A REPLY