গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়নে গোলাবাড়িয়া যুব সংঘ ও নিলখী যুব সংঘের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে দূর্গাপুর ইউপি চেয়ারম্যান নাজিব আহম্মেদ এর সভাপতিত্বে গোলাবাড়িয়া রেল লাইন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এফবিসিসিআই সদস্য নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন হিটু উপস্থিত ছিলেন।
বৈচিত্রময় আলো আঁধারি ও নানান রঙের আলোকসজ্জা এবং ছান্দিক মিউজিকের আবহে গোটা অনুষ্ঠন হয়ে ওঠে দারুন উপভোগ্য। হাজারো দর্শকের উপভোগের এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত সম্ভাবনাময় শিল্পী স্বপ্লিন সজীব, তামান্না প্রমি ও বেলী আফরোজ। রাত সাড়ে ৯টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে এ সংগীতানুষ্ঠান।
দূর্গাপুর ইউপি চেয়ারম্যান নাজিব আহম্মেদ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকল কলাকুশলী, শিল্পী, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।