গোপালগঞ্জে দূর্বৃত্তের গুলিতে ইউপি-সদস্য নিহত

0
282

গোপালগঞ্জ প্রতিনিধি,

গোপালগঞ্জের সদর উপজেলায় গোপীনাথপুর হাই স্কুলের পাশে শনিবার রাতে দূর্বৃত্তের গুলিতে গোপীনাথপুর ইউপি-সদস্য নিহত হয়েছেন।

নিহতের নাম হামিদুল শরীফ (৪৫)। তিনি গোপীনাথপুর ৭নং ওয়ার্ড-মেম্বার হামিদুল শরীফ স্থানীয় শরীফ পাড়ার মৃত আব্দুল হক শরীফ (কালা শরীফ) এর ছেলে।

ঘটনার সত্যতা জানিয়ে গোপীনাথপুর ফাঁড়ির এসআই বিপ্লব জানিয়েছেন, গোপীনাথপুর বাজার থেকে একটি রিক্সাভ্যানযোগে বাড়ি ফেরার পথে স্কুল-সংলগ্ন অন্ধকারাচ্ছন্ন মেহগনি বাগান এলাকায় দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

তিনি আরো জানান, ঘটনার পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভ্যানচালক সাগর শেখকে তাদের হেফাজতে রেখেছে।

হাসপাতালে সুরতহালের পর সদর থানার ওসি (তদন্ত) হযরত আলী সাংবাদিকদের জানিয়েছেন, নিহত হামিদুল শরীফের বুক ও পাজড়ে ৪টি গুলি লাগার চিহ্ন রয়েছে। দূর্বৃত্তদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।

LEAVE A REPLY