গোপালগঞ্জে টাউন ফেডারেশন ও সিডিসি ক্লাষ্টার এর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

0
231

মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জ পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ফেডারেশন ও ৩টি সিডিসি ক্লাষ্টার এর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী পৌরসভার শেখ সেলিম মিলনায়তনে প্রতিনিধিদের এ শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন, টাউন ফেডারেশন ও সিডিসি ক্লাষ্টার নির্বাচনের প্রধান উপদেষ্টা শেখ মো: রফিকুল ইসলাম, প্রধান নির্বাচন কর্মকর্তা মো: হারূন অর রশিদ, টাউন ফেডারেশন ও সিডিসি ক্লাষ্টার এর নবনির্বাচিত সভাপতি মরিয়ম বেগম, সাধারন সম্পাদক রুনা খানম, পৌর সভার সচিব কেজিএম মাহমুদ, কাউন্সিলর মোঃ আলিমুজ্জামান (বিটু), মোঃ নুরুল আমিন শেখ, আতিকুর রহমান পিটু, জসিমউদ্দিন খান খসরু, মোহাম্মদ নাজমুল হাসান, মোঃ শাহ্ নাহিদ, আল আমিন ইসলাম, খাদিজা বেগম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পৌরসভায় টাউন ফেডারেশন ও ৩টি সিডিসি ক্লাষ্টার এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY