গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের গোপীনাথপুর ইউপি-মেম্বার শরীফ হামিদুল হকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেল ৩টায় গোপীনাথপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে তারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ারম্যান শরীফ আমিনুল হক (লাচ্চু), আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক শরীফ, কৃষকলীগ নেতা শরীফ ফরিদ আহম্মেদ, ইউনিয়নের মেম্বার রাকিবুল হাসান টিটো ও মেম্বার হামিদুল হকের ছেলে হাফিজুর শরীফ সহ অনেকে। বক্তারা অনতিবিলম্বে ইউপি-মেম্বার শরীফ হামিদুল হকের হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে মিছিল করে বিক্ষোভ প্রদর্শণ করে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর হাই স্কুলের কাছে আততায়ীর গুলিতে নিহত হন গোপীনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড-মেম্বার শরীফ হামিদুল হক। এ ঘটনায় নিহতের ভাই মনির শরীফ গোপালগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সিআইডি’র ইন্সপেক্টর অনুপ দাস জনকণ্ঠকে জানিয়েছেন, ঘটনার পরপরই সিআইডি ছায়া-তদন্ত শুরু করে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যশোর থেকে আমির মোল্লা (৩৫) এবং ঢাকার পাটুয়াটুলী থেকে রবিউল ওরফে রবি শরীফকে (৫৭) গ্রেফতার করা হয়। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে যে ভ্যানচালক সাগরকে গ্রেফতার করা হয়েছিল, তাকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। আদালতে রবি শরীফের ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।