গাজীপুরের কালিয়াকৈর বাজারে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান

0
238

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শহরের কালিয়াকৈর বাজারে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান।

কালিয়াকৈর ও মির্জাপুর আশেপাশের ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

প্রথমে একটি দোকানে আগুন লেগে মুহুর্তেই অন্যান্য দোকানে ছড়িয়ে যায়। মুদি দোকানদাররা তাদের মালামাল সরাতে পারেনি বলে বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে । নগদ টাকা, তৈয়জসপত্রসহ মালামাল আগুনে পুড়ে গেছে ।

বাজারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে প্রায় শতাধিক দোকানে ছড়িয়ে যায়। পুড়ে গেছে এসব দোকানের মালামাল ।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি । তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা এখনো পাওয়া যায়নি ।

LEAVE A REPLY