খুলনায় বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

0
188

স্টাফ রিপোর্টার :
খুলনা মহানগরীর মৌলভীপাড়া এলাকার মডার্ন টাওয়ার নামে একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃত আবরার রহমান শুভ আল আরাফাহ ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ছিলেন।
খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শুভ ভবনটির ১০ তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। মৃত শুভ ভবনটির ৯তলার ভাড়াটিয়া আতিয়ার রহমানের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে। ভবনটির বিভিন্ন স্থানে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

LEAVE A REPLY