খুলনা প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার ঝালবুনিয়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মর্তুজা খাঁন।
তিনি জানান, নদীর তলদেশ হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, দাকোপ উপজেলাকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে এমন অভিযান অব্যাহত থাকবে।